গাজীপুর মহানগরের কড্ডা এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে বাসন থানা-পুলিশ। রোববার দুপুর ২টার দিকে নগরীর কড্ডা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি সিমেন্টের বস্তায় পেঁচানো এক নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে, জিএমপি বাসন থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মালেক খসরু খান জানান, কে বা কারা নবজাতকের লাশ ফেলে গেছে প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।
news24bd.tv/তৌহিদ