নেদারল্যান্ডসকে সহজ লক্ষ্য দিয়েছে নামিবিয়া
নেদারল্যান্ডসকে সহজ লক্ষ্য দিয়েছে নামিবিয়া

সংগৃহীত ছবি

নেদারল্যান্ডসকে সহজ লক্ষ্য দিয়েছে নামিবিয়া

অনলাইন ডেস্ক

চলতি বিশ্বকাপে চমক দেওয়া নামিবিয়া ভালো করতে পারেনি নেদারল্যান্ডসের বিপক্ষে। নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে ডাচদের ১২২ রানের লক্ষ্য ছুড়েছে নামিবিয়া।

বিশ্বকাপে মূল পর্বে খেলার মিশনে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আগের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারানো নামিবিয়া। তবে এ দিন শুরুতেই ডিভান লা ককের উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

সেই চাপ সামলাতে না সামলাতেই আরেক ওপেনার লিনগেনের উইকেট হারিয়ে বসে নামিবিয়া। লিনগেন খেলেন ২০ বলে ১৯ রানের ইনিংস।

বাকি ব্যাটারাও ছিলেন আশা যাওয়ার মাঝে। তবে উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালান জ্যান ফ্রাইলিংক।

তবে অন্য প্রান্তে সহায়তা পাননি। নিজেও ছিলেন না আক্রমণাত্মক। ফলে রান আসেনি দ্রুত। অবশেষে ৪৮ বল থেকে ৪৩ রান করে ফিরে যান তিনিও। এর পর শেষ দিকে ডেভিড উইজের ৫ বলে ১১ রানে ভর করে কোনো রকমে ১২০ রান পেরেই নামিবিয়া। নামিবিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১২১ রান।

এর আগে প্রথম ম্যাচে জয় পেয়েছিল দু’দলই। শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে আসর শুরু করেছে নামিবিয়া। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেয়েছে নেদারল্যান্ডসও।

নামিবিয়া একাদশ: মাইকেল ভ্যান লিঙ্গেন, ডিভান লা কক, স্টেফান বার্ড, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জ্যান ফ্রাইলিংক, জ্যান নিকোল লফটি-ইটন, জেজে স্মিট, ডেভিড উইজ, জেন সবুজ, বার্নার্ড স্কোল্টজ, বেন শিকংগো    

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, টিম প্রিংল, 
টিম ভ্যান ডের গুগেন, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকেরেন।

news24bd.tv/আমিরুল