শহীদ মিনারে মাসুম আজিজের প্রতি শ্রদ্ধা, আপ্লুত নাট্য-ব্যক্তিত্বরা

সংগৃহীত ছবি

শহীদ মিনারে মাসুম আজিজের প্রতি শ্রদ্ধা, আপ্লুত নাট্য-ব্যক্তিত্বরা

অনলাইন ডেস্ক

কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা মাসুম আজিজের মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছেন পরিবারের সদস্য ছাড়াও নাট্যব্যক্তিত্বরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তাকে।

সে খান থেকে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে।

এরপর মরদেহ পাঠানো হবে তার গ্রামের বাড়ি পাবনায়। সেখানেই পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে।

এর আগে সোমবার সাড়ে ৩টার দিকে মারা যান রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এই অভিনেতা। বৃহস্পতিবার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

 

তার মৃত্যুতে নাট্যঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে নাট্যব্যক্তিত্বরা বলেন, একজন মাসুদ আজিজের মৃত্যু নেই। সৃষ্টিশীল মানুষের মৃত্যু হয় না। আমৃত্যু অসাম্প্রদায়িক সুন্দর ভবিষ্যৎ গড়ার কাজ করেছেন তিনি। ’

বেরণ্য এই শিল্পী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এর পর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চারশ’র বেশি নাটকে অভিনয় করেছেন মাসুম আজিজ।

এই রকম আরও টপিক