ডলারের কারণেই নোরাকে অনুমতি দেয়নি বাংলাদেশ

সংগৃহীত ছবি

ডলারের কারণেই নোরাকে অনুমতি দেয়নি বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি। গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৮ নভেম্বর নোরা ফাতেহির বাংলাদেশে আসার কথা থাকলেও অবশেষে আসার অনুমতি পাননি।

বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখার লক্ষ্যে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গতকাল সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়।

খবর এনডিটিভির

প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের স্মারকের প্রেক্ষিতে উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে নারী উদ্যোক্তা ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অ্যাওয়ার্ডে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

এর আগে, ভিডিও বার্তায় নোরা ফাতেহি আয়োজকদের প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'আপনাদের সঙ্গে দেখা করার জন্যে আমি মুখিয়ে আছি।

'

এদিকে, এবারের ফিফা ফুটবল বিশ্বকাপ থিম সং 'লাইট দ্য স্কাই' গানে নোরা ফাতেহির নাচ-গানের ঝলক দেখা গেছে। ফুটবল বিশ্বকাপে ভারতের একমাত্র প্রতিনিধি তিনি।

news24bd.tv/রিমু