'শেখ রাসেল পদক' পেলো রেসিডেনসিয়াল কলেজ

'শেখ রাসেল পদক' পেলো রেসিডেনসিয়াল কলেজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ডিজিটাল স্কুল ক্যাটাগরিতে 'শেখ রাসেল পদক-২০২২' লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে কলেজ কর্তৃপক্ষকে পদক তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ আয়োজনে কলেজটির পক্ষ থেকে পদক গ্রহণ করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি।

জাতীয়ভাবে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন হচ্ছে।

এবারের প্রতিপাদ্য বিষয় 'শেখ রাসেল, নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক'। এরই ধারাবাহিকতায় শেখ রাসেল দিবস উদযাপনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বিভিন্ন কর্মসূচি পালন করে।

জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল, শেখ রাসেল দেয়ালিকায় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি প্রদর্শন এবং শহিদ শেখ রাসেলের স্মরণে বৃক্ষরোপণ করা হয়।

news24bd.tv/FA