দেড়শো টাকার ছাগল টানতে দুইশো টাকার রশি!

সংগৃহীত ছবি

দেড়শো টাকার ছাগল টানতে দুইশো টাকার রশি!

অনলাইন ডেস্ক

‘দেড়শো টাকার ছাগল টানতে দুইশো টাকার রশি’ কথাটি যেন একেবারে মিলে গেছে জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেডের পরিচালক শরীফ জহিরের জন্য। ব্রিটেন থেকে ৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি আমদানি করে তার কোম্পানি। আমদানি করা এই রোলস-রয়েস গাড়িটি শুল্কায়নের আগেই অবৈধভাবে খালাস করায় ৫৭ কোটি টাকা জরিমানা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। একইসঙ্গে শুল্ক-কর পরিশোধ করতে হবে ২৮ কোটি ২৯ লাখ টাকা।

মোট ৮৫ কোটি টাকা দিয়ে তারপর সেই ৩ কোটি টাকার গাড়িটি খালাস করে নেওয়ার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।  

বিচারাদেশ শেষে ১২ অক্টোবর কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান এ আদেশ জারি করেন। আদেশে ৩০ দিনের মধ্যে শুল্ক-কর ও দুই ধরনের জরিমানা পরিশোধ করার কথা বলা হয়। তবে আমদানিকারক চাইলে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট ট্রাইব্যুনালে এ আদেশের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন।

চট্টগ্রাম কাস্টমসের এক কর্মকর্তা বলেন, বিচারাদেশ অনুযায়ী আমদানিকারককে ৫৬ কোটি ৪০ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। বিমোচন জরিমানা আরোপ করা হয় ৪০ লাখ টাকা। আর শুল্ক-কর অব্যাহতি সুবিধা না পাওয়ায় গাড়ি খালাসে শুল্ক-কর দিতে হবে ২৮ কোটি ২৯ লাখ টাকা। সব মিলিয়ে ৮৫ কোটি টাকা পরিশোধ করতে হবে।

যুক্তরাজ্যের বিশ্বখ্যাত রোলস-রয়েস ব্র্যান্ডের গাড়িটি ২০২১ সালে তৈরি। এ গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি ৬ হাজার ৭৫০। মডেলের নাম কালিনান এসইউভি। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করলেও বিচারাদেশ অনুযায়ী অবৈধভাবে খালাস করে নেওয়া ও ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য রাখায় এ শুল্ক-কর ও জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারককে।

news24bd.tv/আজিজ