রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষতি সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান শিল্পমন্ত্রীর

ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষতি সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান শিল্পমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষতি সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। এফবিসিসিআই আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ওই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, এর ফলে সব দেশ প্রায় একই রকম ক্ষতির মুখে পড়েছে। অনুষ্ঠানে যুদ্ধের ক্ষতি মোকাবেলায় পাশে থাকার জন্য কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির সভাপতি লর্ড বিলিমোরিয়াকে তিনি আহ্বান জানান।

এসময় বিলিমোরিয়া সংকটের সময়েও বাংলাদেশের প্রবৃদ্ধির প্রশংসা করেন। ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ১০ লাখ শিক্ষার্থী নিতে চায় বলেও জানান বিলিমোরিয়া।