‘সব কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করা হবে’

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম

‘সব কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করা হবে’

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে সব ধরনের কোটা উঠিয়ে দিয়ে সুপারিশ প্রতিবেদন চূড়ান্ত করতে যাচ্ছেন কোটা পর্যালোচনা কমিটির প্রধান ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আজ (১৩ আগস্ট, সোমবার) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকের ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি।

কোটা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মধ্যে গেল ২ জুলাই কোটা ব্যবস্থা পর্যালোচনা করে তা সংস্কার বা বাতিলের বিষয়ে সুপারিশ দিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে সরকার। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

৮ জুলাই প্রথম সভা করে কমিটি। পরে কমিটির মেয়াদ আরও ৯০ কার্যদিবস (৩ মাস) বাড়ানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোটা নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আমরা মেধাকে প্রাধান্য দিয়ে প্রায় কোটা উঠিয়ে দেয়ার সুপারিশ করবো।

‘তবে কোর্টের একটা রায় রয়েছে, মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ করতে হবে। যদি খালি থাকে, তবে খালি রাখতে হবে। এটার ব্যাপারে কোর্টের মতামত চাইবো, কোর্ট যদি এটাকেও উঠিয়ে দেয়, তবে কোটা থাকবে না। ’

প্রসঙ্গত, কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করেন সাধারণ চাকরি প্রত্যাশীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধও করেন তারা। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয় আন্দোলনকারীদের। গ্রেপ্তার হন আন্দোলনকারী অনেক চাকরি প্রত্যাশী।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর