পথপদ্ম!

সংগৃহীত ছবি

পথপদ্ম!

সালেহ রণক

ফুটপাত ধরে যাচ্ছিলাম, হঠাৎ নজরে এলো একটা ছোট মেয়ে মাথা নুয়ে একমনে কী যেন করছে। পা না বাড়িয়ে দাঁড়ালাম, লক্ষ্য করলাম ম্লান আলোতে সে কিছু লিখছে, পাশে পড়ে আছে একটি ওজন মাপার যন্ত্র। পথচারী যাচ্ছে, আসছে, তার সেদিকে কোন খেয়াল নেই, নিবিড় মনোযোগে সে লেখায় ব্যস্ত। আমি কৌতূহলী হয়ে তার কাছে এগিয়ে গিয়ে তীব্র দৃষ্টিতে দেখতে চেষ্টা করলাম সে আসলে কী করছে?

তার পাশে বসলাম, দেখলাম সে ব্যঞ্জনবর্ণ লিখছে, হাতের লেখা খুব স্বচ্ছ ও সুন্দর।

কথা বলে জানতে পারলাম সে ধানমন্ডি লেকে পরিচালিত একটি স্কুলে পড়ে। যখন বললাম, তোমার হাতের লেখা তো খুব সুন্দর, কিন্তু প্রশংসা শুনে তার চেহারায় কোন পরিবর্তন দেখতে পেলাম না। জিজ্ঞেস করলাম, তুমি পড়ালেখা করে কী হতে চাও? প্রশ্ন শুনে কোন উত্তর না দিয়ে অজানায় দৃষ্টি দিয়ে রইল কতক্ষণ। ওজন মাপার উছিলায় আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে বিদায় নিলাম।

যখন ফিরছিলাম তখন কায়মনবাক্যে প্রার্থনা করেছি, এই মেয়েটি পদ্ম ফুল হয়ে ফুটুক, আলোকিত করুক চারদিক। হাঁটছিলাম আর মনে মনে প্রার্থনা করেছি, এমন এক গল্পকে সঙ্গী করে ও বেড়ে উঠুক যে গল্প অনেকের মনে প্রেরণা যোগাবে।

(সালেহ রণকের ফেসবুক থেকে সংগৃহীত)

সম্পর্কিত খবর