সাইবার ক্রাইমের ব্যাপারে কঠোর হচ্ছে সরকার: মুক্তিযুদ্ধ মন্ত্রী

ফাইল ছবি

সাইবার ক্রাইমের ব্যাপারে কঠোর হচ্ছে সরকার: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সন্তোষজনক আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। পূজা সফলভাবে শেষ করতে পারায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান তিনি।

বুধবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বসেন তথ্যমন্ত্রীসহ ১১ জন মন্ত্রী। কেবিনেটের সিনিয়র মন্ত্রী হিসেবে ছিলেন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে সরকার উদ্বিগ্ন। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সমস্যা সমাধান করতে চায় সরকার। সেইসাথে সীমান্তের আইনশৃঙ্খলা নিয়ে সরকার সচেতন।

রোহিঙ্গাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত।

মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের মধ্যে যারা অবৈধ কাজে জড়িত তাদের চিহ্নিত করা হবে। তাদের কার্যক্রম বন্ধ করতে কঠোর নজরদারি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। সীমান্ত দিয়ে যাতে মাদক আসতে না পারে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, সাইবার ক্রাইমের মাধ্যমে বিদেশে বসে অপকর্ম করছে অনেকে। এদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন, তাই এ ব্যাপারে কঠোর হচ্ছে সরকার। দেশ থেকে টাকা পাচার যারা করছে তাদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।  

মন্ত্রী আরও বলেন, ধর্মের নামে জঙ্গি কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে অনেকে। তাদেরকে চিহ্নিত করার কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

news24bd.tv/FA