আ. লীগের সম্মেলনেই নতুন সম্পাদককে মারধর করল প্রতিপক্ষ

সংগৃহীত ছবি

আ. লীগের সম্মেলনেই নতুন সম্পাদককে মারধর করল প্রতিপক্ষ

নেত্রকোনায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ঘোষিত কমিটির নতুন সম্পাদক সাদেকুর রহমান সাদেককে মারধর করেছেন প্রতিপক্ষের লোকজন। খালিয়াজুরী উপজেলা সদরের কলেজ মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক ও গোলাম আবু ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
নাম ঘোষণার পর নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়ান।

তখন কেন্দ্রীয় নেতারা মঞ্চ ছেড়ে চলে যান।

জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সভাপতি হিসেবে অ্যাডভোকেট অজিত বরণ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে সাদেকুর রহমান সাদেকের নাম ঘোষণা করা হয়। এর পরই এক পক্ষ ‘এই কমিটি মানি না’ বলে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তারা মঞ্চ ভাঙচুর করে।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটির নাম ঘোষণা করায় নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন।

news24bd.tv/রিমু