খালেদা জিয়াকে দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ফাইল ছবি

খালেদা জিয়াকে দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির চার’শ এক ধারায় দুটি শর্তে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এখন মুক্ত, চিকিৎসা নিচ্ছেন এবং প্রত্যেক ছয় মাস পর পর মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে তার অবস্থা বিবেচনা করেই।

আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (বেপজা) এলাকার বিভিন্ন কারখানার মালিক-শ্রমিক ও বেপজার কর্মকর্তাদের সাথে মত বিনিময়সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আরও বলেন, আইনের ধারা অনুযায়ী খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত হওয়ার পরেও সরকার তার সাজা স্থগিত করে মুক্তি দিয়েছে।

খালেদা জিয়ার পরিবার বলেছেন তিনি অসুস্থ, সে কারণে তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারণে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমান গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছেন যাতে করে শ্রমিকরা ভালো থাকতে পারেন।

এসময় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

news24bd.tv/রিমু