জুয়েলারি শিল্পে পুলিশি হয়রানি ও চুরি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাজুস
জুয়েলারি শিল্পে পুলিশি হয়রানি ও চুরি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাজুস

সংগৃহীত ছবি

জুয়েলারি শিল্পে পুলিশি হয়রানি ও চুরি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাজুস

লালমনিরহাট প্রতিনিধি

সারাদেশে জুয়েলারি মালিক ও কর্মচারীরা পুলিশি হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন বাজুসের সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। তিনি জুয়েলারি শিল্পে পুলিশি হয়রানি ও চুরি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে লালমনিরহাট মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাজুসের লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।   

ডা. দিলীপ কুমার রায় বলেন, ‘সারাদেশে জুয়েলারির দোকানে চুরির ঘটনা ঘটছে।

সঙ্গে জুয়েলারির মালিক ও কার্মচারীরা পুলিশি হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এই সমস্যা থেকে মুক্তি পেতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাজুস। এছাড়া ভ্যাট সমস্যায় জর্জরিত এ শিল্পকে বাঁচাতে বাজুস চেয়ারম্যান নিরলসভাবে কাজ করছেন। আশা করি, দ্রুত এ সমস্যার সমাধান হবে।
’ 

সভার শুরুতে ডা. দিলীপ কুমার রায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সায়েম সোবহান আনভীর শত ব্যস্ততার মধ্যেও আমাদের অনুরোধে সংগঠনের হাল ধরেছেন। তার নেতৃত্বে আগামী দিনে জুয়েলারি শিল্প হারানো ঐতিহ্য ফিরিয়ে আসবে। ’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাজুস উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল। বাজুস লালমনিরহাট শাখার সভাপতি হিমাংশু সরকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব রিপনুল হাসান, সদস্য বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এবামুল হক সোহেল, লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র কর্মকার।  

news24bd.tvহারুন