স্বর্ণ ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। তিনি বলেন, ‘বাজুস অনেক আগের সংগঠন, কিন্তু বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর আসার পর সংগঠনটি প্রাণ ফিরে পেয়েছে। ’
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিমিনয় সভায় তিনি এ কথা বলেন। বাজুসের জামালপুর জেলা শাখার সভাপতি ফাররোখ আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আগারওয়ালা বলেন, ‘বর্তমানে সংগঠনটির সদস্য ৭ হাজার থেকে বেড়ে ৪০ হাজারে রূপান্তরিত হয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বাজুস এখন শক্তিশালী। ’
স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের নানা সমস্যা নিয়ে আগরওয়ালা বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ব্যবসায় নিজেদের শত্রু নিজেরাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, সদস্য চন্দন কুমার ঘোষ।
news24bd.tv/ইস্রাফিল