ক্যাঙারু এলো চট্টগ্রাম চিড়িয়াখানায়

সংগৃহীত ছবি

ক্যাঙারু এলো চট্টগ্রাম চিড়িয়াখানায়

চট্টগ্রাম চিড়িয়াখানায় দেখা যাবে ক্যাঙারু ও লামা। শুক্রবার (২১ অক্টোবর) ভোর ৫টায় দুইটি পুরুষ, চারটি স্ত্রী ক্যাঙারু এবং দুইটি পুরুষ লামা, চারটি স্ত্রী লামা চিড়িয়াখানায় ঢোকানো হয়। এ সব ক্যাঙারু ও লামা আনা হয়েছে হল্যান্ড থেকে।

বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ।

জানা গেছে, দরপত্রের মাধ্যমে এক কোটি ৬৯ লাখ টাকায় সিংহ, ম্যাকাউ, ওয়েলবিস্ট, ক্যাঙারু, লামা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ক্যাঙারু ও লামা আনা হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এর আগে তেত্রিশ লাখ টাকায় আফ্রিকা থেকে এক জোড়া বাঘ আনা হয়েছিল।

চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে শতাধিক প্রজাতির অর্ধসহস্রাধিক পশু ও পাখি আছে।

পশুর মধ্যে আছে সিংহ, পুরুষ ভাল্লুক, কুমির, চিত্রা হরিণ, মায়া হরিণ, উল্টোলেজি বানর, উল্লুক, হনুমান, গয়াল, সজারু, শেয়াল, মেছোবাঘ, গন্ধগোকুল, জেব্রা ইত্যাদি।  

রয়েছে ময়ূর, উটপাখি, ইমু, তিতির, টিয়া, চিল, শকুন, টার্কি, পায়রাসহ একটি পক্ষীশালা এবং প্রচুর অজগর সাপ।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম চিড়িয়াখানা।  

news24bd.tv/হারুন