পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার করার দাবি

ফাইল ছবি

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার করার দাবি

প্রেস বিজ্ঞপ্তি

পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরী ২০ হাজার টাকা করার দাবীতে সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিকদের সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ডাকে অনুষ্ঠিত এই সমাবেশে শ্রমিকদের নিম্নতম মজুরী ২০ হাজার টাকা ও অন্যান্য ভাতা সহ নতুন মজুরি ঘোষণার দাবী জানানো হয়।  সামাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিকদের ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ।

সমাবেশে বক্তব্য রাখেন টিইউসির উপদেষ্টা মনজুরুল হাসান খানসহ অন্যান্যরা।  

সমাবেশে বক্তারা বলেন কোনো শক্তিই শ্রমিক আন্দোলন ঠেকাতে পারবে না। সমাবেশ শেষে গার্মেন্ট শ্রমিকেরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করেন।  

news24bd.tv/আজিজ