ঘুষের টাকাসহ গ্রেপ্তার নৌ প্রকৌশলীর জামিন

ঘুষের টাকাসহ গ্রেপ্তার নৌ প্রকৌশলীর জামিন

নিজস্ব প্রতিবেদক

ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ (১৩ আগস্ট, সোমবার) ঢাকা মহানগর জজ কে এম ইমরুল কায়েস তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম জামিন আবেদনের শুনানি করেন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

গেল ১৩ মে একই আদালতের তৎকালীন বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছিলেন।

গেল ১২ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁ থেকে প্রকৌশলী নাজমুল হককে ঘুষের ৫ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।

এর এক সপ্তাহ বাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গেল ২২ এপ্রিল তাকে রিমান্ডে নেওয়া হয়।

আর পরদিন কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামের যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হক ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন।  

বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করা হলে দুদক সব বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারে নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়।

এরই অংশ হিসেবে সেগুন হোটেলে হানা দেয় দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। সেখানে ঘুষের টাকার কিস্তি বাবদ ৫ লাখ টাকা যখন নাজমুল হক নিচ্ছিলেন, তখন ওত পেতে থাকা দুদকের দলটি ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন।

এরপর রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ বিষয়ে মামলা করেন।

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর