রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভকে নানা সহায়তা মূলক প্রতিশ্রুতি দিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সেই ধারাবাহিকতার অংশ স্বরূপ নতুন ঘোষণা এলো ইইউ-এর পক্ষ থেকে। রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে আগামী ২০২৩ সালের শুরু থেকে কিয়েভকে বিশাল অংকের অর্থ সহায়তা দেবে ইইউ। অর্থাৎ প্রতি মাসে ১.৫ মিলিয়ন ডলার সহায়তা পাবে ইউক্রেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেন, ইইউ চলতি বছর ইউক্রেনকে ১৯ বিলিয়ন ইউরো দিয়েছে। ইউক্রেনের জন্য আয়ের অনুমানযোগ্য এবং স্থিতিশীল প্রবাহ থাকা গুরুত্বপূর্ণ। কিয়েভের মৌলিক চাহিদা মেটাতে আনুমানিক মাসে তিন থেকে চার বিলিয়ন ইউরো প্রয়োজন।
ইইউ প্রধান এক সংবাদ সম্মেলনে আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন প্রতি মাসে ইউক্রেনের জন্য প্রতি মাসে দেড় বিলিয়ন ইউরো অর্থায়ন করবে।
সব মিলিয়ে আগামী বছরের জন্য ১৮ মিলিয়ন ইউরো অর্থায়ন করা হবে, যা ইউক্রেনকে আয়ের একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য এবং অনুমানযোগ্য প্রবাহ যোগাবে।
news24bd.tv/আমিরুল