মাদারীপুরে দুই বিঘা শশা খেত কেটে দিল দুর্বৃত্তরা

সংগৃহীত ছবি

মাদারীপুরে দুই বিঘা শশা খেত কেটে দিল দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক কৃষকের সমন্বিত কৃষি খামারের দুই বিঘা জমির শশা খেত ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক।  

জানা যায়, মাদারীপুর সদর উপজেলার চৌহদ্দি গ্রামের শ্যামল সরকার লেখাপড়া শেষে কৃষি কাজ শুরু করেন। গ্রামের অনাবাদী জমিতে গড়ে তোলেন সমন্বিত কৃষি খামার।

সেখানে কাজ করে গ্রামের ১৫ জন যুবক। প্রায় তিন বছর ধরে সমন্বিত কৃষি খামারে চলছে চাষাবাদ। মাস তিন আগে দুই বিঘা জমিতে শশা চাষ শুরু করেন শ্যামল। এরইমধ্যে ফল ধরতে শুরু করেছে।
কিস্তু মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা সব শশা গাছ কেটে ফেলে। এ ঘটনায় শুক্রবার (২১ অক্টোবর) মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন শ্যামল সরকার।

শ্যামল সরকার বলেন, আমি গ্রামের বেকার যুবকদের নিয়ে একটি সমন্বিত কৃষি খামার করেছি। কে বা কারা আমার খামারের সহাস্রাধিক শশা গাছ কেটে ফেলেছে। এতে আমার দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন আহম্মেদ জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/হারুন