অভিযান শেষে খুলে দেওয়া হবে রুমা-রোয়াংছড়ি রিসোর্ট  

সংগৃহীত ছবি

অভিযান শেষে খুলে দেওয়া হবে রুমা-রোয়াংছড়ি রিসোর্ট  

অনলাইন ডেস্ক

পাহাড়ে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর বিরুদ্ধে চলমান অভিযান শেষ হলেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি। র‌্যাব জানিয়েছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা থাকছে। এদিকে, পর্যটক উপস্থিতি না থাকায় লোকসান গুনছেন হোটেল, মোটেল, যানবাহনসহ পর্যটন ব্যবসায়ীরা।  

র‌্যাব জানায়, গত ১০ অক্টোবর থেকে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা উপজেলা ও রাঙামাটির বিলাইছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার রাতে কথিত হিজরতকারী ৭ জঙ্গিকে আটক করা হয়। আটক করা হয় তাদের সামরিক প্রশিক্ষণদাতা পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের ৩ সদস্যকে। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

পরে ওই সব এলাকায় অভিযান উপলক্ষে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ফলে কমে যায় পর্যটক। রোজগারে ভাটা পড়ে পরিবহন খাতে জড়িতদেরও।

এদিকে চলমান অভিযানে আটক ১০ জনকে কারগারে পাঠিয়েছেন রাঙামাটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
news24bd.tv/ইস্রাফিল