ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্যাননকে ৪ মাসের কারাদণ্ড 

সংগৃহীত ছবি

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্যাননকে ৪ মাসের কারাদণ্ড 

অনলাইন ডেস্ক

কংগ্রেস অবমাননায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ ব্যাননকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি তাকে ৬ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ রায় দেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালত।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় তদন্তকারী কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেয়া হয় ব্যাননকে।

কিন্তু, সেই নির্দেশ অমান্য করে তিনি হাজিরা দেননি। পরে এ নিয়ে আদালতও নির্দেশনা জারি করে। সেটিও উপেক্ষা করেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী।  

বিচারকরা জানান, ব্যানন ইচ্ছাকৃতভাবেই সময়সীমা উপেক্ষা করেছেন, যা আদালত ও কংগ্রেসের অবমাননার শামিল।

 

২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের প্রধান ছিলেন ব্যানন। ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউজের প্রধান কৌশলবিদের দায়িত্ব পেয়েছিলেন তিনি।

news24bd.tv/ইস্রাফিল