কৃষকের একমাসে বিদ্যুৎ বিল ৭৭ কোটি!

কৃষকের একমাসে বিদ্যুৎ বিল ৭৭ কোটি!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

পেশায় কৃষক। সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার রাম প্রসাদের। ঘুণাক্ষরেও কখনও ভাবেননি 'সামান্য' ইলেকট্রিক বিল নিয়ে এমন ফাঁপরে পড়তে হবে তাঁকে। বিদ্যুৎ বিভাগ থেকে বিল এসেছে।

কিন্তু সেই বিল হাতে নিয়ে চোখ কপালে উঠে গেল রাম প্রসাদের। বিলে এটা কী লেখা! ৭৭ কোটি! তাঁর ঘরে একমাসের বিদ্যুতের বিল এসেছে ৭৭ কোটি!

ঘটনাটি ভারতের ছত্তিশগড়ের। মহাসমুন্দ জেলার বাসিন্দা রাম প্রসাদ। চাষবাস করেই দিন কাটে তাঁর।

সেপ্টেম্বর মাসে ৭৬ কোটি ৭৩ লাখ টাকার ইলেকট্রিক বিল পেয়ে আকাশ থেকে পড়েন রাম প্রসাদ। বিল নিয়ে দৌড়ে যান বিদ্যুৎ অফিসে।

এই ঘটনায় সঙ্গে সঙ্গেই গরুণ কুমার ও দোজ কুমার দেবগণ নামে দুজন কর্মচারীকে বরখাস্ত করে বিদ্যুৎ বিভাগ। একইসঙ্গে জানায়, আগস্ট মাসে মিটার বদল হয় রাম প্রসাদের বাড়ির, তার জেরেই এই ঘটনা। সংশোধনের পর ১,৮২০ টাকার বিল দেওয়া হয় রাম প্রসাদকে।

সম্পর্কিত খবর