'বিশ্বগণমাধ্যমে ইসলাম সম্পর্কে সঠিক প্রচার গুরুত্বপূর্ণ'

সংগৃহীত ছবি

'বিশ্বগণমাধ্যমে ইসলাম সম্পর্কে সঠিক প্রচার গুরুত্বপূর্ণ'

অনলাইন ডেস্ক

ইসলাম ও মুসলিম উম্মাহ সম্পর্কে বিশ্বগণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক প্রচারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তথ্য ও সমপ্রচার মন্ত্রী হাছান মাহ্‌মুদ। তিনি বলেন, ‘ইসলামের মূলমন্ত্র যে শান্তি এবং ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসবাদ যে ইসলাম সমর্থন করে না, তা বিশ্বজনের কাছে তুলে ধরতে ওআইসি ও এর সদস্য দেশগুলো বহুমুখী পদক্ষেপ নিতে পারে। ’

শনিবার (২২ অক্টোবর) দুপুরে তুরস্কের ইস্তাম্বুলে ওআইসিভুক্ত দেশগুলোর তথ্যমন্ত্রীদের দ্বাদশ সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তৃতায় হাছান মাহ্‌মুদ এ মত ব্যক্ত করেন।  

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রেসিডেন্ট ফাহরেতিন আলতুনের সভাপতিত্বে ওআইসি মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা এবং সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীরা ‘তথ্য বিকৃতি ও ইসলামভীতি প্রশমন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে বক্তব্য দেন।

ওআইসির সামনে বাংলাদেশে ধর্মীয় সমপ্রীতি রক্ষা ও জঙ্গিবাদ দমনের উদাহরণ তুলে ধরেন তথ্যমন্ত্রী হাছান মাহ্‌মুদ। তিনি বলেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে যেমন শান্তিপূর্ণভাবে সবার নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ বজায় রয়েছে, তেমনি ধর্মকে কেউ যাতে জঙ্গিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে শূন্য সহিষ্ণুতার নীতি নিয়েছে সরকার। ’

হাছান মাহ্‌মুদ বলেন, ‘বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবতার খাতিরে ১১ লাখের বেশি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিয়েছে। করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দার মধ্যে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিচ্ছে সরকার।

এটি নিয়ে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়ে থাকে। রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে তাদের নিজের দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান এবং তা যত দ্রুত হয় ততই সবার জন্য মঙ্গলজনক। ’