জনগণের চাওয়া পাওয়া হলো উন্নয়ন: হুইপ পীর মিসবাহ্

জনগণের চাওয়া পাওয়া হলো উন্নয়ন: হুইপ পীর মিসবাহ্

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর মিসবাহ্ এমপি বলেছেন, জনগণের চাওয়া পাওয়া একটাই। এলাকার উন্নয়ন। আমি নির্বাচিত হওয়ার পর থেকে এই আসনের মানুষের সার্বিক উন্নয়নে নিজেকে সর্বদাই নিয়োজিত রেখেছি। দায়বোধ থাকলেই কাজ করা সম্ভব।

আপনাদের সহযোগিতায় যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন আনতে পেরেছি ।

তিনি রোববার সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর-মথুরকান্দি বাজার ভায়া মুজিব বাজার রাস্তা পাকা করণ কাজের শুভ ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।    

২ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা পাকা করণ কাজ বাস্তবায়ন করছে এলজিইডি বিশ্বম্ভরপুর। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, বিশ্বম্ভরপুর উপজেলার ভূমি কমকর্তা শিল্পি রানী মোদক, এলজিইডি’র কমকর্তা ইকরামুল হোসেন, জাতীয় পার্টির সদস্য সচিব মো.আব্দুল কাদির, ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মিলন মিয়া, সাবেক চেয়ারম্যান রফিকুল তালুকদার, মো.এরশাদ আহমদ প্রমুখ।

news24bd.tv/কামরুল