বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

পাখির চোখে ঢাকা

বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক একমাত্র শহর, যা ঢাকার নিচে স্থান পেয়েছে।

অন্যদিকে, অস্ট্রিয়ার রাজধানী ও ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভিয়েনা সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে উঠে এসেছে। গত বছর এই স্থানে ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন।


news24bd.tv
ওপর থেকে তোলা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি দৃশ্য

বসবাস যোগ্যতার দিক দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শহরের একটি তালিকা তৈরি করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।  

রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, অপরাধের মাত্রা, শিক্ষার সুযোগ ও স্বাস্থ্যসেবার মানের মতো বেশ কিছু সূচক বিবেচনায় নিয়ে সারা বিশ্বের ১৪০টি শহরের ভালো-মন্দ দিক বিবেচনায় নিয়ে তালিকাটি করা হয়েছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের জরিপে এবারই প্রথম ইউরোপের কোনো শহর বাসযোগ্যতার দিক থেকে শীর্ষ স্থান পেলো।  

বাস যোগ্যতার দিক থেকে শীর্ষ ১০ শহর:

(১) ভিয়েনা (অস্ট্রিয়া)

(২) মেলবোর্ন (অস্ট্রেলিয়া)

(৩) ওসাকা (জাপান)

(৪) ক্যালগেরি (কানাডা)

(৫) সিডনি (অস্ট্রেলিয়া)

(৬) ভ্যাঙ্কুভার (কানাডা)

(৭) টোকিও (জাপান)

(৮) টরোন্টো (কানাডা)

(৯) কোপেনহেগেন (ডেনমার্ক)

(১০) অ্যাডিলেড (অস্ট্রেলিয়া)

তালিকার তলানিতে থাকা (বসবাসের অযোগ্য) ৫ শহর:

(১) দামেস্ক (সিরিয়া)

(২) ঢাকা (বাংলাদেশ)

(৩) লাগোস (নাইজেরিয়া)

(৪) করাচি (পাকিস্তান)

(৫) পোর্ট মোরসবি (পাপুয়া নিউ গিনি)



অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর