১৩ জেলায় মারাত্মকভাবে আঘাত হানতে পারে সিত্রাং: দুর্যোগ প্রতিমন্ত্রী

ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুল রহমান

১৩ জেলায় মারাত্মকভাবে আঘাত হানতে পারে সিত্রাং: দুর্যোগ প্রতিমন্ত্রী

দেশের উপকূলীয় ১৩ জেলায় ঘূর্ণিঝড় সিত্রাং মারাত্মকভাবে আঘাত হানতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘সোমবার সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরগুলোকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এই সংকেত আরও বাড়বে।

আবহাওয়াবিদরা হিসাব করে পরে ঘোষণা দেওয়া হবে। এই ঘূর্ণিঝড়টি সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী ও ভোলা জেলার ওপর তাণ্ডব চালাবে। এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজার জেলার দ্বীপ ও চরসমূহের ক্ষতি করতে পারে। ’

এনামুর রহমান আরো বলেন, ‘লঘুচাপ শুরুর পর থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপকূলীয় এলাকায় মানবিক সহায়তা পৌঁছে গেছে। শেল্টারে আশ্রয় নেওয়াদের তিন বেলা খাবার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ২৫ লাখ লোককে শেল্টারে নেওয়ার লক্ষ্যে প্রায় ৭৩ হাজার স্বেচ্ছাসেবক কাজ করছে। প্রতিটি জেলায় ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চাল, ডাল, তেল, ড্রাই কেক, গুড়া মশলা পাঠানো হয়েছে। ’

প্রতিমন্ত্রী বলেন, ‘বেশি আগেও প্রস্তুতি নেওয়া হয়নি, দেরিতেও নেওয়া হয়নি। সঠিক সময়ে নেওয়া হয়েছে। তবে এটা সিডরের মতো ধ্বংসাত্মক হবে না। ৮০-১০০ কিলোমিটার গতিতে এটা আঘাত হানতে পারে। ’ 

সিডরের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে এনামুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী ঝুকিপূর্ণ শতভাগ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে বলেছেন। একজন মানুষেরও যেন প্রাণ হানি না ঘটে সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী গবাদি পশুকে আশ্রয় দেওয়ার কথা বলেছেন। ’

আরও পড়ুন...

সরাসরি ঘূর্ণিঝড় সিত্রাং দেখুন এখানে

সারাদেশে নৌ চলাচল বন্ধের নির্দেশ

সারাদেশে নৌ চলাচল বন্ধের নির্দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, আঘাত হানতে পারে মঙ্গলবার ভোরে

 সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

 অবশেষে 'সিত্রাংয়ে' পরিণত গভীর নিম্নচাপটি, ৪ নং সতর্কতা জারি

 বিশ্বের বিধ্বংসী ঘূর্ণিঝড়ের বেশির ভাগই বাংলাদেশে

অতিবৃষ্টিতে পাহাড় ধ্বসের শঙ্কা

আগামী ৪৮ ঘণ্টায় ৬ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধেয়ে আসছে সিত্রাং, ৭ নম্বর বিপদ সংকেত

কোন সতর্ক বার্তার অর্থ কী

১০ জেলায় দুপুরের মধ্যে ঝড়োবৃষ্টি-বজ্রপাতের শঙ্কা

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’য়ের অবস্থান দেখুন সরাসরি 

news24bd.tv/ইস্রাফিল