যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক: বিবিসি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক: বিবিসি

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। লন্ডনের স্থানীয় সময় আজ সোমবার বেলা ২টায় তাঁকে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির (টোরি) নেতা ঘোষণা করা হয়েছে। খবর বিবিসির।

কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ঘোষণা করেন, দলের নতুন নেতা নির্বাচনে শুধু সুনাকের মনোনয়নপত্র পেয়েছেন তাঁরা।

সে কারণে তাঁকে নতুন দলীয় প্রধান ঘোষণা করা হলো।

প্রথম ব্রিটিশ এশিয়ান এবং এক শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক। আগের দফায় লিজ ট্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেলেও এবার বিনাপ্রতিদ্বন্দিতায় যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি।

এর আগে, রোববার সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পেনি মরড্যান্ট প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও সোমবার প্রার্থিতা প্রত্যাহার করেন। নির্বাচনে প্রয়োজনীয় ১০০ কনজারভেটিভ পার্টি মেম্বারের সমর্থন আদায় করতে সক্ষম হননি। ফলে প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ও ব্যবসায়ী ঋষি সুনাক বরিস জনসন সরকারের অর্থমন্ত্রী ছিলেন।