ভেজাল ছানা তৈরির কারখানাকে জরিমানা

ভেজাল ছানা তৈরির কারখানাকে জরিমানা

সৈয়দ নোমান • ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ৩টি ছানা তৈরির কারখানাকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।  

আজ (১৪ আগস্ট, মঙ্গলবার) দুপুরে চরভেলামারী বাজার ও বালিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

news24bd.tv

এভাবেই তৈরি করা হচ্ছিল ভেজাল ছানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার জানান, এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি, বিএসটিআই এর অনুমোদনহীন পাউডার ব্যবহার ও দুর্গন্ধযুক্ত ড্রামে ছানা তৈরির পানি সরবরাহ করার অপরাধে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা আদায় করা হয়েছে।

 

অভিযান শেষে লাল মিয়াকে ১ লাখ, সবুজ মিয়াকে ৫০ হাজার এবং মোতালেব মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়াও ২৭৪ কেজি ছানা ও ১৬টি দুর্গন্ধযুক্ত ড্রাম, ছানা তৈরির পানি এবং কয়েক প্যাকেট পাউডার দুধ ধ্বংস করা হয়।

 

নোমান/অরিন/news24bd.tv

সম্পর্কিত খবর