শিবচরের পদ্মায় ডুবল ১৩ জাহাজ, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং

শিবচরের পদ্মায় ডুবল ১৩ জাহাজ, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি

মাদারীপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে বিপুল পরিমাণ সিমেন্ট, সারসহ ১৩টি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার গভীর রাতে ঝোড়ো বাতাসের কবলে পড়ে পদ্মা নদী জেলার শিবচরের মাদবরচর ইউনিয়নের চায়নাখাল ও চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় নোঙ্গর করে রাখা ৬শ মেট্রিক টন ইউরিয়া সারসহ এমভি সালসাবিন, ৫শ মেট্রিক টন সারসহ এমভি কাঁঠালবাড়ি, ৬ হাজার ৫শ বস্তা আমান সিমেন্টসহ সাজেদা পরিবহন-২, ৯ হাজার বস্তা সেভেন রিং সিমেন্টসহ আলফি-৩, ১০ হাজার বস্তা আকিজ সিমেন্টসহ সামির অ্যান্ড মোহাম্মদ, ৯ হাজার ৫শ বস্তা ফ্রেস সিমেন্টসহ এমভি আর এন এন্টারপ্রাইজ, ৮ হাজার ৫শ বস্তা প্রিমিয়ার সিমেন্টসহ এমভি মোহাম্মদীয়া-৪, ৬ হাজার বস্তা বসুন্ধরা বীর সিমেন্টসহ এমভি বসুন্ধরা-২৮ নামক জাহাজসহ অন্তত ১৩ টি জাহাজ ডুবে যায়।

৮টি জাহাজের মালামালের তথ্য পাওয়া গেলেও বাকি ৫ টি জাহাজের মালামালের তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে বিকেলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী শিবচর থানার এসআই মো: রবিউল হাসান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে পদ্মা নদীতে সার, সিমেন্ট বোঝাই ১৩টি জাহাজ ডুবি হয়েছে। ১৩ টির মধ্যে ৮টি জাহাজের মালামাল ডুবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাকি ৫টি জাহাজের মালামালের তথ্য এখনো জানা যায়নি।

news24bd.tv/সাব্বির