চেন্নাইয়ে মিঠুনের অপরাজিত ১৫৬, বল হাতে ঝলক রাজার

চেন্নাইয়ে মিঠুনের অপরাজিত ১৫৬, বল হাতে ঝলক রাজার

অনলাইন ডেস্ক

চেন্নাইয়ে তামিল নাড়ুর বিপক্ষে দারুণ একটি দিন কাটাল বিসিবি একাদশ। ব্যাট হাতে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের অপরাজিত ১৫৬ রানের ইনিংসের পর বল হাতে আগুন ঝরিয়েছেন পেসার রেজাউর রহমান রাজা। চারদিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে তাই বড় লিড নেওয়ার পথে বিসিবি একাদশ। চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৩৪৯ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশের প্রতিনিধিরা।

জবাবে তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ৮২ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট।

মাত্র ৩ উইকেট হাতে রেখে তামিল নাড়ু এখনো বিসিবি একাদশ থেকে পিছিয়ে আছে ২৬৭ রানে। ফলো-অন এড়াতে স্বাগতিকদের এখনও প্রয়োজন ১১৮ রান।

প্রথম দিনে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম।

তবে ৮৯ রানে আউট হয়ে যান তিনি। বিসিবি একাদশ দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ২৩০ রান তুলে। সাদমান ভুল করলেও মিঠুন ছিলেন অনবদ্য। আজ বুধবার লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে লড়াই করে যান তিনি। তুলে নেন সেঞ্চুরি। চার বোলার তাইজুল ইসলাম, নাঈম হাসান, রেজাউর রহমান রাজা ও খালেদ আহমেদকে নিয়েই স্কোরবোর্ডে ৯৮ রান যোগ করেন অধিনায়ক মিঠুন। ৬ চার আর ৫ ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি।  শেষ পর্যন্ত ১০ চার ও ৮ ছয়ে ১৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।

এরপর বোলিং করতে নেমে আলো কাড়েন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রাজা। তামিল নাড়ুর ইনিংসে ধস নামান তিনি। দলটি ১৭ রান তুলতেই হারায় ৪ উইকেট। এদিকে, এছাড়া বাঁহাতি স্পিনার তাইজুল ২টি ও ডানহাতি পেসার খালেদ নিয়েছেন ১ উইকেট।  

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে): 
বিসিবি একাদশ ১ম ইনিংস: ১২৭ ওভারে ৩৪৯/৯ ডিক্লে: (আগেরদিন ২৩০/৫) (মিঠুন ১৫৬*, জাকের ১৫, তাইজুল ৮, নাইম ১, রাজা ৮, খালেদ ০*; ভিগনেশ ২৪-১-৬৫-৪, গোথাম ১৮-১-৪৯-০, অস্বিম ১৯-৪-৪০-০, সুনিল ১৮-২-৭২-০, অজিত ৪৩-১৭-৮৪-৪, কৌশিক ৪-০-২৯-০, চতুর্ভেদ ১-০-১-০)।

তামিল নাড়ু একাদশ ১ম ইনিংস: ৪০.২ ওভারে ৮২/৭ (চতুর্ভেদ ৭, সূর্যপ্রকাশ ৫, কৌশিক ১০, ইন্দ্রজিত ১১, প্রদোষ ২৮, আদিত্য ১, সুনি ১০*, অজিত ৪; খালেদ ১০-৫-৯-১, তাইজুল ১৬-২-৩৫-২, রাজা ৭.২-০-১৭-৪, নাইম ৭-১-১৫-০)।

news24bd.tv/সাব্বির