রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড থেকে সোহান শিকদার নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানান।
র্যাব জানায়, পুলিশ পরিচয়ে এলাকায় চাঁদাবাজি করছিলেন সোহান।
সোহান দীর্ঘদিন পুলিশ সদস্য পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
news24bd.tv/হারুন