ইলিশ শিকারের টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা আজ শুক্রবার (২৮ অক্টোবর) শেষ হচ্ছে। এর ফলে মধ্যরাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নামতে পারবেন জেলেরা। তাই ইলিশসহ মাছ শিকারে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন বরগুনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলাও চাঁদপুরের জেলেরা।
জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার।
নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থান না থাকায় ধারদেনা করে চালিয়েছেন অনেকেই।
সরেজমিনে দেখা গেছে, জেলেরা মাছ শিকারে সাগরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কেউ জাল ঠিক করছেন আবার কেউ নৌকা মেরামত করছেন। জেলে শহিদুল ফরাজী বলেন, আজ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। রাতেই মাছ ধরতে নামতে পারবো। তাই সাগরে নামার প্রস্তুতি নিচ্ছি।
তবে ভারতীয় জেলেদের উৎপাত ও অত্যাচারে অতিষ্ঠ বলে অভিযোগ তুলছেন বরগুনার জেলেরা। ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করেন। তাদের দেশের জলসীমায় ঢুকে মাছ ধরা বন্ধে নৌবাহিনীর টহল বাড়ানোর দাবি জেলেদের।
news24bd.tv/হারুন