রাতেই সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল
রাতেই সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

রাতেই সমাবেশস্থলে পৌঁছেছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

রাত পোহালেই বিপএনপির গনসমাবেশ। এবারের সমাবেশস্থল রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠ। সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে সমাবেশের আগের দিন রাতেই রংপুর পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে রংপুরে পৌঁছান তিনি।

এরপর নেতা-কর্মীদের সঙ্গে সমাবেশস্থল রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ফখরুল।

শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে বিভাগীয় এই গণসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে রাত ৮টা ২৫ মিনিটে বেসরকারি একটি বিমান সংস্থার ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পোঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে নীলফামারী ও দিনাজপুরের বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ আখতারুজ্জামান মিয়া।

তিনি বলেন, বিএনপির রংপুর বিভাগীয় সমাবেশে যোগ দিতে প্রধান অতিথি রংপুরে পৌঁছেছেন। এছাড়াও সমাবেশকে সফল করতে দুই দিন আগে থেকেই নেতা-কর্মীরা রংপুরে অবস্থান নিয়েছেন। কেউ কেউ এখনো পথে আছেন।

এদিকে আগামীকালের রংপুরের গণসমাবেশকে ঘিরে পরিবহণ ধর্মঘট চলছে বিভাগ জুড়ে। তবে বিকল্প পথে সমাবেশের একদিন আগে থেকেই সমাবেশস্থলে আসা শুরু করেছেন নেতাকর্মীরা। রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে ইতিমধ্যেই আসতে শুরু করেছেন দলটির মাঠ পর্যায়ের কর্মীরা।

এদিকে, সকালে সমাবেশস্থলে এসেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও দলের ভাইস প্রেসিডেন্ট এ জেড জাহিদসহ কেন্দ্রীয় নেতারা।

দুলু সাংবাদিকদের বলেন, আমাদের সমাবেশ সফল হবেই, ধর্মঘট দিয়ে আটকাতে পারবে না সরকার। আমাদের নেতা কর্মীরা কেউ বাইসাইকেল, কেউ পায়ে হেঁটে, কেউ অটোরিকশায় চড়ে আসছেন, তারা আসতেই থাকবে কোন বাধা মানবে না।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক