প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে অনাকাঙ্খিত ক্ষয়ক্ষতি এড়াতে গোপালগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষে শুক্রবার গোপালগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় কর্মসূচির। এতে আনসার প্রশিক্ষণ মাঠ এবং বেদগ্রাম ২৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট অজিত ঘোষ, ২৩ আনসার ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার মোঃ মাসুদ হাসান, আনসার ব্যাটালিয়ন এবং আনসার ও ভিডিপি সদস্যরা।
এছাড়াও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয়ে এবং চারটি আনসার-ভিডিপি গ্রাম উন্নয়ন ক্লাব সমিতি ও ২৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ফলদ-বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হয়েছে।
news24bd.tv/আমিরুল