‌‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ করার ক্ষমতা নেই’

‌‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ করার ক্ষমতা নেই’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আগের মতো যখন খুশি যুদ্ধ শুরু করার ক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরাইল হারিয়ে ফেলেছে বলে দাবি করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ।

২০০৬ সালের ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহর কাছে ইসরাইলের পরাজয়ের ১২তম বার্ষিকী উপলক্ষে এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইলের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে হিজবুল্লাহ মোটেই ভীত নয়।

যুদ্ধের ব্যাপারে তিনি ইসরাইলকে সতর্ক করে বলেন, কেউ যেন আমাদেরকে যুদ্ধের হুমকি দিয়ে ভয় না দেখায়।

আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ বাঁধলে আমরাই বিজয়ী হব।

হিজবুল্লাহ আগের চেয়ে সুসংগঠিত উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, যুদ্ধাস্ত্র, যোদ্ধা, সাহস ও আত্মবিশ্বাসের দিক দিয়ে তার সংগঠন অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিকতর প্রস্তুত।

গত মার্চে ইসরাইলি সেনা কর্মকর্তা মেজর জেনারেল জ্যাকব বারাক বলেছিলেন, লেবাননের বিরুদ্ধে ভবিষ্যত যুদ্ধে নাসরুল্লাহকে হত্যা করতে পারলে তা হবে তেল আবিবের জন্য ‘বড় বিজয়’।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিন বিষয়ক আমেরিকার ‘শতাব্দির সেরা চুক্তি’ নামক পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি ন্যক্কারজনক পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতীতের উত্থাপিত পরিকল্পনাগুলোর মতো এটিও ব্যর্থ হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর