বাগেরহাটে মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের নিজ বসত ঘর থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) রাত ৯ টার দিকে ঘরের দরজা ভেঙে গৃহকর্তা মো.হায়দার মোল্লা (২৮) ও তিন বছর বয়সী শিশুপুত্র জিসানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তাদের স্বজনরা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলের লাশ উদ্ধার করে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া ছেলের প্রধান পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের মোহাম্মদ হায়দার মোল্লা ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।
তিনি আরও জানান, হায়দার বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা থেকে বাড়িতে আসেন। শুক্রবার রাতে নিজ ঘরের দরজা বন্ধ করে ছেলে জিসানকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর হায়দার আত্মহত্যা করেন।
news24bd.tv/আমিরুল