ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘নালগায়ে’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
ফিলিপাইন সাগরে গত কয়েকদিন ধরে চলা একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে আসছে।
ঘূর্ণিঝড় নালগায়ে ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতির ঝোড়ো বাতাস নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এতে বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে।
মিন্দানাওয়ের বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেছেন, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসিন্দাদের ধারণার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
ফিলিপাইনে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে দেশটিতে বারবার বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটে। ফিলিপাইনে গড়ে প্রতিবছর ২০টির মতো টাইফুন তথা ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে।
news24bd.tv/আজিজ