বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ মঞ্চেও বেগম খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার রাখা হয়েছে। সভামঞ্চের ঠিক মাঝখানে রাখা চেয়ারে ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ লেখা একটি পোস্টার লাগানো রয়েছে।
এ প্রসঙ্গে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন বলেন, ‘খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। তিনি সভামঞ্চে উপস্থিত না থাকলেও আমাদের সবার অন্তরে আছেন।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে আজ রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ গণসমাবেশ হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ময়মনসিংহ ও খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশে মঞ্চের মাঝখানে খালেদা জিয়ার জন্য খালি চেয়ার রাখা হয়েছিল।
news24bd.tv/আজিজ