'কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র' এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় শহরের পাকাঁপোল থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।
news24bd.tv/FA