সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের মূলহোতা হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাত ১১টার দিকে সাতক্ষীরা কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা।
আজ শনিবার দুপুরে সাতক্ষীরা র্যাব-৬ এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাতক্ষীরা র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল আহমেদ বিষয়টি জানান।
তিনি বলেন, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর সদর উপজেলার বাবুলিয়া বাজারের পাশে আক্তারুল ইসলাম নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে আটক করে। এসময় তার চোখে কাল কাপড় বেধে মৃত্যুর ভয় দেখিয়ে তার নিকট থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতের মূলহোতা হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করে।