রংপুরে বিভাগীয় সমাবেশ চলাকালীন এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে তিনি মারা যান। রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ডন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তির নাম সোহেল হোসেন।
জানা যায়, সমাবেশ চলাকালীন সময়ে শনিবার দুপুরের পর পরই অসুস্থ হয়ে পড়েন সোহেল। এ সময় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর শনিবার রংপুর বিভাগীয় শহরে দলটির চতুর্থ সমাবেশ হচ্ছে।
news24bd.tv/হারুন