ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষুর দিয়ে এক শিক্ষার্থীর গাল কেটে দিয়েছে জাহিদ হোসেন (১৮) নামের এক কিশোর। শনিবার (২৯ অক্টোবর) উপজেলার গফরগাঁও মহিলা ডিগ্রী কলেজের মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থী বর্তমানে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর সহপাঠী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল অভিযুক্ত জাহিদ।
কিন্তু রাজী না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার গালের বেশ কয়েকটি স্থান কেটে দেয় জাহিদ।
গফরগাঁও থানার ওসি ফারুক হোসেন জানান, এখনও এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা দোষীদের আটক করার চেষ্টা করছি। শুনেছি আহত ওই শিক্ষার্থীর বাবা একজন রিকশাচালক। অভিযুক্ত ওই কিশোর পলাতক রয়েছে।
news24bd.tv/FA