মানুষ এক মুহূর্ত আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি। আজ শনিবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এ কথা বলেন।
সকল বাধা বিপত্তি উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির এই নেতা। বলেন, মানুষ এক মুহূর্ত আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না।
হারুন অর রশিদ বলেন, বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র উদ্ধারের লড়াইয়ে নেমেছে। কেউ তাদের থামাতে পারবে না। বাংলাদেশের মানুষের এ জনস্রোত দেখে সরকারের কম্পন ধরে গেছে।
তিনি বলেন, ওবায়দুল কাদের বলছিলেন- খেলা হবে। ১০ ডিসেম্বরের পরে নাকি খেলা দেখাবেন। মানুষ তো ১৫ বছর ধরে আপনাদের খেলা দেখছে। কাদের সাহেব ধানাই-পানাই বাদ দেন। ১০ তারিখে নতুন কর্মসূচি নিয়ে মাঠে আসব। আগামী ১০ ডিসেম্বরের সমাবেশে প্রয়োজনে ১০ দিন আগেই ঢাকায় উপস্থিত হতে হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর ১০ বিভাগে গণসমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। গত ৮ অক্টোবর চট্টগ্রাম প্রথম কর্মসূচি পালন করে। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় এবং আজ রংপুরে গণসমাবেশ করছে বিএনপি।
news24bd.tv/রিমু