জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দদের নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজরে শামস্ পরশের নির্দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দের সাথে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি'র আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিটি আন্দোলন-সংগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নিক্সন বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত গোটা বাংলাদেশে যে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে তার জবাব যে যুবলীগ সংগঠন হিসেবে যেকোন সময় দেবার সক্ষমতা রাখে সেই প্রমাণ এই মহাসমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, আগামী ১১ নভেম্বর আপনাদের প্রিয় সংগঠন আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশে সকল দেশবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিবে যুবলীগ। যুবলীগের সুবর্ণজয়ন্তীর প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব, যুবলীগের নেতা-কর্মীদের উৎসব।
সভায় বক্তব্য রাখেন- যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, জহির উদ্দিন খসরু, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য জয়দেব নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সাদ্দাম হোসেন পাভেল, সাংস্কৃতিক সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য বিপ্লব মোস্তাফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য অ্যাড. হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সরিফুল ইসলাম দুর্জয়, ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন।
এসময় আরো বক্তব্য রাখেন- যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শাহীন মালুম, সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল, মো. আব্দুর রহমান জীবন, কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড. আরশেদ আলী আশিক, মুজিবুর রহমান আসাদুজ্জামান সুমনসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা/মহানগর এবং উপজেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।