বিশ্বকাপের মূল পর্বে পাকিস্তানের মতো হট ফেবারিটের বিপক্ষে জয়। পার্থে মহাকাব্য লেখার পর জিম্বাবুয়ে রীতিমতো আকাশে উড়ছে। আগামীকাল আসরে নিজেদের তৃতীয় ম্যাচে দলটি নামবে বাংলাদেশের বিপক্ষে। সেমিফাইনাল স্বপ্নে বুঁদ রাজারা এ ম্যাচেও তুলে নিতে চায় জয়।
গত জুলাই-আগস্টে দ্বিপাক্ষিক টি২০ সিরিজে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল জিম্বাবুয়ে। দলটি সম্প্রতি জিতেছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মতো দলের সঙ্গে। টি২০ ফরম্যাটে বড্ড বিবর্ণ বাংলাদেশের বিপক্ষে তাই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই মাঠে নামার কথা দলটির।
আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আরভিন বলেন, 'আমি মনে করি সব খেলাতেই আমাদের দারুণ সুযোগ রয়েছে। আর টি২০ এমনই একটা খেলা যদি আপনার দুজন খেলোয়াড়ও নির্দিষ্ট দিনে ভালো খেলে আপনি যেকোনো দলকে হারাতে পারবেন। আমরা জানি, বাংলাদেশ মানসম্মত দল। তাই আগামীকাল অবশ্যই আমাদের সেরা খেলাটা খেলতে হবে।
টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের সুখস্মৃতি ভুলে আরভিনের মন এখন শুধুই বাংলাদেশ ম্যাচকে ঘিরে। তিনি বলেন, ‘দেখুন, সেমির সম্ভাবনা জিইয়ে রাখতে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের জন্য বিশাল কিছু ছিল। গতকাল সারাদিনই ভ্রমণে কেটেছে। আজ অনুশীলন করেছি এবং কাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। খুব দ্রুতই ঘটছে সবকিছু। শেষ রাতে জয়ের পরেও আমরা খুব একটা বাজি ধরতে পারছি না। আমাদের পরের খেলায় মনোযোগ দিতে হবে এবং বাংলাদেশ ভালো দল। ’
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯টায় ব্রিসবেনের গ্যাবায় টাইগারদের বিপক্ষে নামবে জিম্বাবুয়ে।
news24bd.tv/সাব্বির