বাবার মতো বাঁ-হাতে ব্যাট করেন। ব্যাটিং স্টান্টও অবিকল মিলে যায়। ছেলেবেলা থেকেই বাবার দেখানো পথে হাঁটার সফলতা পেয়ে গেলেন ত্যাগনারায়ণ চন্দরপল। উইন্ডিজ কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল পুত্র প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল থেকে।
টি২০ বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়া সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। খেলবে দুটি টেস্ট ম্যাচ। মূল সিরিজের আগে একটি তিন দিনের ও একটি চারদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে ক্যারিবিয়ানরা।
গায়ানার হয়ে প্রায় সবকটি বয়সভিত্তিক দলের হয়ে আলো ছড়ানোর পর ২০১৩ সালে ত্যাগনারায়ণের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। মজার ব্যাপার, অভিষেক ম্যাচে বাবা শিবনারায়ণ চন্দরপলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েন তিনি। এরপর ৯ বছরের পরিশ্রমের পর ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন ২৬ বছর বয়সী এই ওপেনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ত্যাগনারায়ণের ব্যাটিং গড় ৩৪। লিস্ট এ-তে ৩০। বোলিংটাও করতে পারেন তিনি।
শিবনারায়ণ চন্দরপল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১১৪ টেস্টে প্রায় ১২ হাজার (১১ হাজার ৮৬৭) রান করেন তিনি। গড় ৫১.৩৭। ওয়ানডে ফরম্যাটেও ক্যারিবিয়ানদের আস্থার প্রতীক ছিলেন এই ব্যাটার। ২৬৮ ম্যাচে ৮ হাজার ৭৭৮ রানের মালিক তিনি। ৪১ গড়ে এ রান করেছেন চন্দরপল। এবার দেখার পালা, বাবার মতো জাতীয় দলের হয়ে কতটুক খ্যাতি কুড়াতে পারেন ত্যাগনারায়ণ।
অস্ট্রেলিয়া সিরিজ খেলতে আগামী ১০ নভেম্বর অস্ট্রেলিয়ায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল। এরপর কয়েকদিনের অনুশীলনের পর ১৭ থেকে ১৯ অক্টোবর ক্যানবেরার ফিলিপ ওভালে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাথওয়েটের দল। চারদিনের ম্যাচের ভেন্যু ক্যানবেরার মানুকা ওভাল। এই ম্যাচটি শুরু হবে ২৩ নভেম্বর। ৩০ ডিসেম্বর পার্থে শুরু হবে মূল সিরিজ। দ্বিতীয় টেস্ট হবে অ্যাডিলেড ওভালে। এই টেস্ট খেলা হবে গোলাপী বলে। কেননা ম্যাচটি দিবারাত্রির হতে যাচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যর স্কোয়াড:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্র্যাকউড, (সহ অধিনায়ক), এনক্রুমাহ বোনার, শামারহ ব্রুকস, ত্যাগনারায়ণ চন্দরপর, রস্টন চেজ, জশুয়া ডা সিলভা, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, কেমার রোচ, জেডেন সিইলস, ডেভন টমাস।
news24bd.tv/সাব্বির