হারিয়ে যাওয়ার ২০ বছর পর আবারও নিজ বাড়িতে ফিরলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খর্দ্দ-ধোপাদী গ্রামের বাসিন্দা সাদেক আলী। পুলিশের সহায়তায় তিনি খুঁজে পান হারিয়ে ফেলা স্বজনদের। শনিবার (২৯ অক্টোবর) সাদেক আলী বিশ্বাসকে মোড়েলগঞ্জ পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নেন তারই ছোট ভাই নূরুল ইসলাম বিশ্বাস।
উল্লেখ্য, মানসিক ভারসাম্যহীন সাদেক ৩৪ আগে ঝিনাইদহ থেকে হারিয়ে যান।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম জানান, আমার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। মানসিক ভারসাম্য হারিয়ে ২০ বছর আগে আমাদের এলাকার সাদেক আলী বিশ্বাস নামের এক ব্যক্তির নিখোঁজ হওয়ার বিষয়টি আমার জানা ছিল।
এরপর মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান ও নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর সহায়তায় সাদেক আলী বিশ্বাসকে মোড়েলগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
সাদেক আলী বিশ্বাসের ছোট ভাই নূরুল ইসলাম বিশ্বাস জানান, বড় ভাই মানসিক ভারসাম্যহীন। ২০ বছর আগে তিনি বাড়ি থেকে হয়ে আর ফেরেননি। তখন তার বয়স ছিল ৩৪ বছর। এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়রি করা হয়।
news24bd.tv/হারুন