ময়মনসিংহে মাহিন্দ্রার সঙ্গে ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নানি-নাতি নিহত হয়েছেন। এসময় আরও ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- তারাকান্দি উপজেলার দুগাছি গ্রামের সোলেমান মিয়ার ছেলে সানি মিয়া (৭) ও একই গ্রামের মৃত হাছেন আলীর মেয়ে হালিমা খাতুন (৫২)। তারা সম্পর্কে নানি-নাতি।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, ময়মনসিংহ থেকে তারাকান্দাগামী একটি মাহিন্দ্রার সঙ্গে ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়েছে।
news24bd.tv/হারুন