নাটোরের সিংড়া উপজেলায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ভাগনাগরকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়।
শনিবার (২৯ অক্টোবর) সকালে নাটোর র্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি আমরুলপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
news24bd.tv/হারুন