মেসির দূরপাল্লার গোল, পিএসজিকে আটকাতে পারেনি ত্রয়া

মেসির দূরপাল্লার গোল, পিএসজিকে আটকাতে পারেনি ত্রয়া

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের আগে কী অবিশ্বাস্য ছন্দেই না আছেন লিওনেল মেসি! পিএসজির হয়ে সবশেষ ম্যাচেই করেছেন জোড়া গোল, জোড়া অ্যাসিস্ট। ফরাসি ক্লাবটির হয়েও আজ লিগ ম্যাচে আবারও জ্বলে উঠলেন এই ফরোয়ার্ড। ফলে ত্রয়ার বিপক্ষে ম্যাচে দুইবার পিছিয়ে পড়লেও ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। মেসি আজ দূরপাল্লার একটি দর্শনীয় গোলের পাশাপাশি বন্ধু নেইমারকে দিয়ে করিয়েছেন আরেকটি গোল।

খেলা পার্ক দে প্রিন্সেসে হলেও স্বাগতিকরা নিজ দর্শকদের সামনে ম্যাচের ৩ মিনিটেই পিছিয়ে পড়ে। ত্রয়াকে লিড এনে দেন মামা বালদে। সেই বালদের সুবাদেই অতিথিরা দ্বিতীয় গোলটিও পায়। তবে পিএসজির আক্রমণভাগের দাপটে কোনোবারই লিড ধরে রাখতে পারেনি তারা।

২৪ মিনিটে নেইমারের দারুণ এক পাস থেকে বক্সে ঢুকে কার্লোস সলের ম্যাচে সমতা ফেরান।

প্রথমার্ধ ১-১ ব্যবধানে শেষ হওয়ার পর ৫২ মিনিটে বালদে ত্রয়াকে ফির লিড এনে দেন। দলটি সেই লিড ২ মিনিটও ধরে রাখতে পারেনি। ৫৫ মিনিটে সের্হিও রামোসের পাস থেকে ডি বক্সের বেশ বাইরে থেকে জোরালো শট নেন মেসি। তার সেই শট আটকাতে পারেননি ত্রয়ার গোলরক্ষক। লিগ মৌসুমে এটা মেসির সপ্তম গোল। চোখ ধাঁধানো গোলের ঠিক ৬ মিনিট পর আবারও মেসি ম্যাজিক।

মাঝমাঠ নিয়ে বল নিয়ে দৌড়াতে থাকা মেসি ৬১ মিনিটে ডি বক্সের বাইরে খুঁজে নেন নেইমারকে। চার ডিফেন্ডারের ফাঁক গলে আসা মেসির সেই দৃষ্টিনন্দন বল জালে জড়াতে ভুল করেননি নেইমার। ফলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় পিএসজি। ১৫ মিনিট পর মেসি-নেইমারের সঙ্গে স্কোরশিটে নাম তোলেন পিএসজির আক্রমণভাগের আরেক তারকা এমবাপ্পে। সলেরের এনে দেওয়া পেনাল্টি থেকে গোল করেন এই ফরাসি তারকা।

পুরো ম্যাচ জমিয়ে রাখা ত্রয়া ৮৮ মিনিটে আরও একটি গোল পেয়েছিল বটে। তবে আনতে পালাভেরসার সেই গোল শুধু হারের ব্যবধানই কমিয়েছে। দুইবার পিছিয়ে পড়ার পরও ত্রয়ার বিপক্ষে তুলে নেওয়া জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করল পিএসজি। ফরাসি লিগ আঁ’তে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা লেসের (৩০ পয়েন্ট) চেয়ে নিরাপদ দূরত্বেই আছে প্যারিসের ক্লাবটি।

news24bd.tv/সাব্বির